ইন্ডিয়ান ধুতি কাপড়ে বঙ্গবন্ধুর নাম অতপর.......
লিখেছেন লিখেছেন মুফতি যুবায়ের খান রাহমানী। ২৬ মার্চ, ২০১৪, ০৯:৪১:৪০ রাত
আজ এক ফ্রেন্ডের সাথে কাপড়ের দোকানে গেলাম। দোকানদার একটি ইন্ডিয়ান ধুতি কাপড় দেখালো। হঠাৎ কাপড়ের উপর নজর করে দেখলাম কাপড়ের নাম দেয়া হয়েছে, শ্রী বঙ্গবন্ধু। এক বঙ্গবন্ধু ভক্ত তা দেখে খুশী হয়ে বললো, দেখছেন ভারতের কাপড়ের মধ্যেও আমাদের বঙ্গবন্ধুর নাম। তারাও তাকে শ্রদ্ধা করে। আমি তাকে বললাম, আপনি বুদ্ধিমান হলে একথাটা বলতেন না। কেননা এখানে ভারতীয়রা আপনাদেরকে চরম অপমান করেছে। প্রথমতঃ বঙ্গবন্ধুকে হিন্দু বানিয়ে শুরুতে শ্রী লেখা হয়েছে। দ্বিতীয়তঃ ধুতি কাপড়ে লেখা হয়েছে যে কাপড়টা তারা ব্যবহার করে তাদের লজ্জাস্থান ঢাকার জন্য। এখানে বঙ্গবন্ধুকে তারা লজ্জাস্থানে পৌঁছিয়ে দিয়ে সম্মান করলো না অপমান করলো? তখন সে একবাক্যে বলে উঠলো আসলেই মারাত্নক অপমান করা হয়েছে। আসলে আমরা বাংলার মানুষ হুজুগে মাতাল।
বিষয়: বিবিধ
১৪৭৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন