ইন্ডিয়ান ধুতি কাপড়ে বঙ্গবন্ধুর নাম অতপর.......

লিখেছেন লিখেছেন মুফতি যুবায়ের খান রাহমানী। ২৬ মার্চ, ২০১৪, ০৯:৪১:৪০ রাত



আজ এক ফ্রেন্ডের সাথে কাপড়ের দোকানে গেলাম। দোকানদার একটি ইন্ডিয়ান ধুতি কাপড় দেখালো। হঠাৎ কাপড়ের উপর নজর করে দেখলাম কাপড়ের নাম দেয়া হয়েছে, শ্রী বঙ্গবন্ধু। এক বঙ্গবন্ধু ভক্ত তা দেখে খুশী হয়ে বললো, দেখছেন ভারতের কাপড়ের মধ্যেও আমাদের বঙ্গবন্ধুর নাম। তারাও তাকে শ্রদ্ধা করে। আমি তাকে বললাম, আপনি বুদ্ধিমান হলে একথাটা বলতেন না। কেননা এখানে ভারতীয়রা আপনাদেরকে চরম অপমান করেছে। প্রথমতঃ বঙ্গবন্ধুকে হিন্দু বানিয়ে শুরুতে শ্রী লেখা হয়েছে। দ্বিতীয়তঃ ধুতি কাপড়ে লেখা হয়েছে যে কাপড়টা তারা ব্যবহার করে তাদের লজ্জাস্থান ঢাকার জন্য। এখানে বঙ্গবন্ধুকে তারা লজ্জাস্থানে পৌঁছিয়ে দিয়ে সম্মান করলো না অপমান করলো? তখন সে একবাক্যে বলে উঠলো আসলেই মারাত্নক অপমান করা হয়েছে। আসলে আমরা বাংলার মানুষ হুজুগে মাতাল।

বিষয়: বিবিধ

১৪৭৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198457
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সেই বঙ্গবন্ধু যে আমাদের জাতির পিতাই তারই বা প্রমাণ কি? বঙ্গবন্ধু মানে হলো বাংলার বন্ধু। তাদের কি কোনো বাংলার বন্ধু থাকতে পারে না?
২৬ মার্চ ২০১৪ রাত ১০:২৭
148400
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : হ্যাঁ, থাকতে পারে। তাইতো বলছি এভাবে যেখানে সেখানে এ নাম দেখলেই খুশী হওয়ার কিছু নেই।
198460
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৫
হতভাগা লিখেছেন : এদের ওখানে চোখ ওঠাকে জয় বাংলা বলা হয়
২৬ মার্চ ২০১৪ রাত ১০:২৩
148398
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
198470
২৬ মার্চ ২০১৪ রাত ১০:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যতটুক জানি শ্রি বঙ্গবন্ধু ষ্টোর একটি বেশ প্রাচিন দোকান। বঙ্গভঙ্গের পর বঙ্গভঙ্গ বিরোধি বিলাতি জিনিস বর্জন আন্দোলনের সময় দেশিয় কাপড় ও অন্যান্য সামগ্রি নিয়ে এই স্বদেশি দোকানের সৃষ্টি হয়েছিল।
২৬ মার্চ ২০১৪ রাত ১১:৫৫
148420
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : তাই নাকি? গুরুত্বপূর্ণ তথ্য তো
198510
২৭ মার্চ ২০১৪ রাত ১২:৫৯
গেরিলা লিখেছেন : মাইনাস
198551
২৭ মার্চ ২০১৪ রাত ০৩:১০
শেখের পোলা লিখেছেন : ওদেরইতো সন্তান৷ তাই তাকে শ্রী তো দেবেই৷
২৭ মার্চ ২০১৪ সকাল ০৮:০২
148450
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আস্তে বলেন নইলে কিন্তু...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File